Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যন্স নায়েক মন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর
স্থান

কামারখালী,মধুখালী

কিভাবে যাওয়া যায়

মধুখালী উপজেলা হতে ১৪ কি.মি. দক্ষিন-পশ্চিমে রিকসা, ভ্যান অথবা অটো যোগে যাওয়া যায়।মধুখালী উপজেলা হতে ১০ কি.মি.পশ্চিমে বাস যোগে যাওয়া যায়।

যোগাযোগ

0

বিস্তারিত

সংক্ষিপ্ত বর্ণনা:

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ১৯৫৩ সালের মে মাসে ফরিদপুর জেলার মধুখালি উপজেলায় সালামতপুর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মুন্সী মেহেদী হোসেন এবং মাতার নাম মোসা: মফিদুন্নেসা। ১৯৬৩ সালে তৎকালনি ৮ম ইপিআর,বর্তমান বাংলাদেশ রাইফেলস এ যোগদান করেন। মুক্তিযুদ্ধেও তিনি ৮ম ইস্টবেঙ্গর রেজিমেন্টে যুক্ত হন এবং যুদ্ধ করেন। ১৯৭১ সালের ৮ই এপ্রিল রাঙ্গামাটি মহালছড়ি নৌপথে পাকিস্থানী বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হন এবং নিজের মেশিনগানের আঘাতে শত্রুপক্ষের দুই প্লাটুন সৈন্য ধ্বংস করেন। প্রবল গোলাবর্ষনেও তিনি নিজের অবস্থানে স্থির ছিলেন। কিন্তু হানাদার বাহিনীর মর্টার তাদের অবস্থানে  আঘাত করলে তিনি শাহাদাৎ বরন করেন। তার এই আত্মত্যাগের জন্য তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভুষিত করা হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্দোগে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত  হয়এবং বীরশ্রেষ্ঠর মাতা মোসা: মফিদুন্নেসা এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। লে. জেনারেল (অব:) মীর শওকত আলী জাদুঘরটি উদ্বোধন করেন। স্থানীয় ৫৬ জন ব্যক্তি জাদুঘর স্থাপনের জন্য জায়গা দান কনের।
 

দর্শনীয়স্থানের তত্ত্বাবধায়কের যোগাযোগ ঠিকানঃ
ফরিদপুর হতে বাই রোডে ঢাকা-খুলনারোডে কানাইপুর, মাঝকান্দি হয়ে মধুখালী হতে ১০ কিঃ মিঃ পশ্চিমে কামারখালীররউফ নগর গ্রামে অবস্থিত। বাবু বিদ্যাধর মন্ডল, লাইব্রেরীয়ান, বীরশ্রেষ্ঠযাদুঘর, মোবাইল নং ০১৭২০-০৮১৩৬৫।